
নূরুল হক, মণিরামপুর থেকে
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ছিনতাই চেষ্টার মিথ্যা অপবাদ দিয়ে কলেজ শিক্ষার্থী (মানসিক ভারসাম্যহীন) বোরহান কবির (১৮)-কে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছিল। পরদিন শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মণিরামপুর পৌরশহরে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। কয়েকশ’ শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশ নেন।
কিন্তু চার বছর পার হলেও মামলাটির অগ্রগতি হয়নি। এলাকাবাসীর অভিযোগ, মামলাটি এখন ডিপফ্রিজে।
কী ঘটেছিল সেদিন?
বোরহান কবির মণিরামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌর শহরের মোহনপুর এলাকার বাসিন্দা।
৮ ফেব্রুয়ারি সকালে তিনি বাইসাইকেল নিয়ে খালিয়া গ্রামের পাশে সাগরা সড়কে যান। সকাল ১০টার দিকে স্থানীয় এক যুবক নাঈমের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার মিথ্যা অভিযোগ তোলে। এরপর নাঈমসহ কয়েকজন বোরহানকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে যশোর, পরে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। কিন্তু ঢাকায় পৌঁছানোর পরপরই বোরহান মারা যান।
মামলার বর্তমান অবস্থা
বোরহানের পিতা আহসানুল কবির প্রথমে অভিযোগ দায়ের করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয় (মামলা নং-৪, ২০২১)।
কিন্তু দীর্ঘ চার বছরেও মামলার কার্যক্রম এগোয়নি। এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত গতি হারিয়েছে, এবং প্রকৃত অপরাধীরা শাস্তির বাইরে রয়ে গেছে।
ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।