
নিজস্ব প্রতিবেদক:
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাণের কাব্য সম্মেলন-২০২৪ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হওয়া এই সাহিত্য উৎসবে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহা. মোশাররফ হোসেন। শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক, বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান পিভিএমএস। বিশেষ আলোচক হিসেবে ছিলেন কবি, কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মো. আমিনুল ইসলাম, কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, লেখক ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্যানুরাগী মো. আবুল বাশার আকন, কবি ও গবেষক বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম ও জহিরুল হক বিদ্যুৎসহ আরও অনেকে।
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ভূয়সি প্রশংসা করেন। তাঁরা বলেন, এই সংগঠনটি নবীন ও প্রবীণ কবিদের সহযোগীপরায়ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন সংগঠনের বিস্তারে সহায়ক হবে এবং সাহিত্যসেবীদের নতুন সৃষ্টিতে উৎসাহিত করবে। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মো. বেল্লাল হাওলাদারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত কবি-সাহিত্যিকদের আবৃত্তি ও সংগীত পরিবেশনা মনোমুগ্ধকর এক আবহ সৃষ্টি করে। সাহিত্যে বিশেষ অবদান ও মানবসেবার স্বীকৃতিস্বরূপ “প্রাণের মেলা সাহিত্য সম্মাননা”, “গুণী ব্যক্তিত্ব সম্মাননা” ও “প্রাণের মেলা সাহিত্য-২০২৪” প্রদান করা হয়।
সাহিত্যানুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা এবং তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার। পুরো অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী এবং নিউজ বিডি জার্নালিস্টের অফিসিয়াল পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশ-বিদেশের সাহিত্যপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করে।
শহিদ বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করে এবং বিশুদ্ধ সাহিত্যচর্চার লক্ষ্যে ২০১৯ সালের ১৪ ডিসেম্বর কবি মো. বেল্লাল হাওলাদারের নেতৃত্বে “প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ” প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে সংগঠনটি দেশের অন্যতম প্রধান সাহিত্য গ্রুপ হিসেবে সাহিত্যপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সাহিত্য সম্মেলন সাহিত্যানুরাগীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অতিথিরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।