
সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজদের পাগড়ি প্রদান
যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব এবং সঞ্চালনায় ছিলেন কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মেহেদী হাসান, হাফেজ হযরত মাওলানা আবুজার গিফারী, বর্ণি পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আতিয়ার রহমান ও দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক।
পরে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশন ও গ্রামবাসীর উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান দীপু, বিশিষ্ট সমাজসেবক সায়েদ আলীসহ ১৫ জনকে সম্মাননা ক্রেস্ট এবং ৬ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়।