মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার টুপি পাড়া গ্ৰাম খালের রাস্তার উপর থেকে মোটরসাইকেল ভাড়ায় চালক মান্নান মোল্লা ৩৩ কে গলা কাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মোটরসাইকেল ভাড়ায় চালক মান্নান মোল্লার বাড়ি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্লার ছেলে ,
সে প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে ভাড়া মারার উদ্দেশ্য বাসা থেকে বের হন,রাতে বাসায় রান্নার তেল না থাকায় তার স্ত্রী সন্ধ্যা সাতটার
দিকে ফোন দিয়ে জানালে সে বলে আমি নিয়ে আসতেছি তুমি রাস্তার দাঁড়াও।
পরে রাস্তার উপর তেল দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় পরে সে আর ফিরে আসি নি।রাতে ফিরে না আসলে একাধিকবার ফোনে যোগাযোগ করেও ফোন বন্ধ থাকার কারণে কথা বলার সম্ভব হয় নি।
আমার স্বামীর হত্যার সাথে যারা জড়িত আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
নিহতের মামা মোঃ আশরাফ বলেন,আমার ভাগ্নে একজন নিরীহ শান্ত ছেলে।
রোডে মোটরসাইকেল ভাড়ায় মারতো।কারোর সাথে কোনো শত্রুতা নেই বলে আমরা জানি।আমার বিশ্বাস এটা পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু সঠিক বিচার চাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন,যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যার মূল কারণ জানা যাবে।