সাইবুর রহমান সুমন, শার্শা:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বেনাপোল সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকার সমমূল্যের বিভিন্ন চোরাচালান সামগ্রী আটক করা হয়।
বিজিবির অভিযানে আটক পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রিপিস, তৈরি পোশাক, কাজুবাদাম, ওষুধ, মলম, কীটনাশক ও কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, "চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছে, যা দেশীয় শিল্পের জন্য হুমকিস্বরূপ এবং রাষ্ট্রীয় রাজস্ব আয় ব্যাহত করছে। বিজিবি অবৈধ মাদক পাচার রোধে সর্বদা সচেষ্ট রয়েছে, যা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।"
স্থানীয় জনগণ বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।