
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচন না করায় মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন ২০২৫-এর ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর।
একই সাথে এ নির্বাচনে ইউনিয়নের ফান্ড থেকে খরচ করা অর্থ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার শ্রম অধিদপ্তরের কুষ্টিয়া আঞ্চলিক অফিসের উপ- পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বরাবর ওই আদেশটি দেওয়া হয়েছে।
শ্রম অধিদপ্তরের আদেশের ওই পত্রে ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোচিকের ব্যবস্থাপনা পরিচালক ও চিনিকল শ্রমিক ইউনিয়ন বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।
মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২০২৫-এর নির্বাচন শ্রম অধিদপ্তর থেকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি ওই নির্দেশনা না মেনে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণ করে। ওই নির্বাচনের চূড়ান্ত ফলাফলের কপি তারা শ্রম অধিদপ্তরে পাঠায়।
সর্বশেষ শ্রম অধিদপ্তর এ ফলাফল গ্রহণ করেনি।শ্রম অধিদপ্তরের পাঠানো আদেশের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বলেন, শ্রম অধিদপ্তরের চিঠির কথা তিনি শুনেছেন।
আমাদের করা নির্বাচনের ফলাফল শ্রম অধিদপ্তর না গ্রহন করলে আমার কিছুই করার নেই। আর নির্বাচনে ইউনিয়ন তহবিলের কোন অর্থ তিনি খরচ করেননি। প্রার্থীদের মনোনয়ন ফর্ম এর পাওয়া অর্থ দিয়ে তিনি নির্বাচনী ব্যায় পরিচালনা করেছেন।
বিষয়টি জানতে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।