প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১০:০৯ এ.এম
নড়াইলে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা

নড়াইলে শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত
নড়াইলে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
তারিখ ও স্থান
২৫ জানুয়ারি (শনিবার) দুপুরে শহরের গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশের গেস্ট হাউজের কনফারেন্স রুমে এ পরিচিতি ও কর্মীসভা আয়োজন করা হয়।
সভাপতিত্ব ও সঞ্চালনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ ইমাম হোসেন সেলিম। সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়ক মোছা: কবিতা খাতুন।
বক্তারা
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন:
- মোহাম্মাদ জামাল খান, সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ, নড়াইল জেলা শাখা
- মোহাম্মাদ আব্দুস সামাদ লস্কর, সহ-সভাপতি
- মোহাম্মাদ নজরুল ইসলাম, সহ-সভাপতি
- মোহাম্মাদ আরাফাত আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক
- মোহাম্মাদ মিলন শেখ, সাধারণ সম্পাদক, যশোর জেলা যুব অধিকার পরিষদ
- মোহাম্মাদ আনিছুজ্জামান সোহাগ, সভাপতি, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদ
- মোহাম্মাদ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদ
- মোহাম্মাদ গোলাম মর্তুজা, আহ্বায়ক, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ
- মোহাম্মাদ মিনহাজুল ইসলাম, সদস্য সচিব
বক্তব্যের মূল প্রতিপাদ্য
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বচ্ছতা ও সুনামের সঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। তারা অন্য কিছু সংগঠনের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজির মতো অপকর্মে যুক্ত নয়।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের জোরালোভাবে কাজ করতে হবে।
সমাপ্তি
অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।