
কালীগঞ্জ, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ) রাত ৮ টায় শহরের নলডাঙ্গা রোডস্থ “হাজী রফিউদ্দিন অ্যান্ড সন্স” নামক প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এ সময় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। একই সাথে ৫ জন বিশিষ্ট ব্যবসায়ীকে কালীগঞ্জ পৌর স্যানিটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস সমিতির সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয় হাজী রফিউদ্দিন এন্ড সন্সের স্বত্বাধিকারী রাশিদুল হাসান রুলু, সহ-সভাপতি মশিউর রহমান মন্টু এবং শাজাহান হোসেন। সাধারণ সম্পাদক মেসার্স এম আর ট্রেডার্সএর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাসানুজ্জামান হাসান এবং আসাদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী শামসুদ্দিন স্যানেটারীর স্বত্বাধিকারী শামসুল আলম রিপন , সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স শহীদ এন্ড সন্সের স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম সাব্বির,আমিমুল হাসান,কামরুজ্জামান ঝন্টু, আমিরুল ইসলাম, প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স সিগমা টাইলস অ্যান্ড ডোর হাউস এর স্বত্বাধিকারী হালিম শিকদার, শামীম হোসেন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, সাদিয়া সুলতানা।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স এমসি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার ঘোষ, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স আরা এন্টারপ্রাইজের মেহেদী হাসান বাবু ও শাজাহান হোসেন।সব শেষে সমিতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।