মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর মধ্যপাড়ার তৈনুর বিশ্বাসের ১১ বছরের ছেলে এবং মরহুম আব্দুল হাই বিশ্বাসের নাতি জাবির হাসান পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জাবির তার নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়ি, শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে থাকাকালে বাড়ির সবার অজান্তে পাশের ডুবার পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে ডুবার পানিতে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার জাবিরের বাবা তৈনুর বিশ্বাস ও মা রুমা বেগম তাদের সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকায় যান।
জাবির ভারসাম্যহীন প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ রাত ৮টায় তখলপুর মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।