
মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গরুর হাট প্রাঙ্গণে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ নওসাদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরিফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী (সাবেক মেয়র, গোদাগাড়ী), মোঃ গোলাম কিবরিয়া রুলু (গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি), মোঃ মাহবুবুর রহমান বিপ্লব (রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক), মোঃ আসাদুজ্জামান মিলন (সভাপতি, বণিক সমিতি, গোদাগাড়ী), মোঃ এনামুল হক (১ নম্বর ওয়ার্ড সভাপতি), মোঃ কুরবান আলী (সভাপতি, স্বেচ্ছাসেবক দল, পৌর শাখা), এবং মোঃ রিমেল (সাবেক সভাপতি, পৌর শাখা ছাত্রদল)।
প্রধান বক্তা ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ।
প্রধান অতিথি মেজর জেনারেল শরিফ উদ্দীন তার বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের প্রতীক নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তবুও আমরা রাজপথ ছাড়িনি। এখন সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মকুল।