
বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে বুধবার (দুপুরে) ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এই শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়নের উদ্যোক্তা মোঃ এনামুল হক উকিল, ফাপোর ইউনিয়নের মোঃ মাহমুদুল হল, সাবগ্রাম ইউনিয়নের রেজাউল করিম সবুজ, নিশিন্দারা ইউনিয়নের মোঃ মারুফ হোসেন, শেখেরকোলা ইউনিয়নের আল আমিন, মেঘনা ইউনিয়নের নুনগোলার উদ্যোক্তা ফারহানা রিচি, রাজাপুর ইউনিয়নের তাসফিয়া ইসলাম, নামুজা ইউনিয়নের রুবাইয়া ইয়াসমিন, গোকুল ইউনিয়নের মোঃ রাজু আহমেদ, শাখারিয়া ইউনিয়নের মোঃ আপেল মাহমুদ এবং এরুলিয়া ইউনিয়নের উদ্যোক্তা মোঃ মনিরুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ উপস্থিত সবার সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সকল উদ্যোক্তাদের সাফল্য কামনা করেন।