বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সদর উপজেলা মহিলা দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সদর উপজেলা মহিলা দলের নেত্রী হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মডার্ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষ থেকেও নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী, শিক্ষক চঞ্চল কুমার, মামুনুর রশীদ, রুহুল আমিন, মুকুল কুমার বাশার, কানিজ আরা, সিদ্দিকুর রহমান, শাহনাজ পারভিন, সুলতান আহমেদ, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সদরের চারটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যদের পক্ষ থেকেও ইউএনও আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়নের মহিলা সদস্য রানী মা, নুনগোলা ইউনিয়নের হালিমা বেগম, এরুলিয়া ইউনিয়নের আছমা খাতুন এবং লাহিড়ীপাড়া ইউনিয়নের আঞ্জুয়ারাসহ নেতৃবৃন্দ।
এরুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সদর উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মণ্ডল, সহ-সভাপতি আশরাফুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবাগত ইউএনওর প্রতি এ শুভেচ্ছা জানানোর মাধ্যমে বিভিন্ন সংগঠন আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।