রাশেদ রেজা বিশেষ প্রতিনিধিঃ
আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলা আজ সিমাখালি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনীয় খেলায় গড়েরহাট ক্রিকেট টিমকে ৩০ রানে পরাজিত করে লেবুতলা ক্রিকেট টিম।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির সর্দার উক্ত খেলাটি উদ্বোধন করেন, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম প্রধান শিক্ষক সিমাখালি মাধ্যমিক বিদ্যালয়, সুমন মুন্সি সদস্য মাগুরা জেলা যুবদল, আবেদুর রহমান (মেহেদী) সাবেক সহ-সভাপতি মাগুরা জেলা ছাত্রদল।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বিশ্বাস সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, সদস্য শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবনেতা বুলবুল চৌধুরী, তালখড়ি ইউনিয়ন যুবদল নেতা শামীম চৌধুরী সহ প্রমূখ।
উল্লেখ্য উদ্বোধনী খেলার ধারা-বিবরণীতে ছিলেন মনিরুজ্জামান হেলাল।