রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রৌমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সভাপতি আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং দেশের প্রতি তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।