
মুন্না ইসলাম আগুন, দুর্গাপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে নানা নির্যাতন ও জেলজুলুম সহ্য করে বিএনপির রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা ২০২৪ সালের ৩০ জুন ইন্তেকাল করেন। দুইবার নির্বাচিত এই সংসদ সদস্য তার শাসনামলে পুঠিয়া-দুর্গাপুরে ব্যাপক উন্নয়ন করেছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত হলেও তার ছেলে অ্যাডভোকেট জুলফার নাইম মোস্তফাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা।
বাবার মতো সেবা করার অঙ্গীকার ছেলের
নাদিম মোস্তফার ছেলে অ্যাডভোকেট জুলফার নাইম মোস্তফা বলেন,
> “আমার বাবা সারাজীবন পুঠিয়া-দুর্গাপুরের মানুষের সেবা করেছেন। তার অসমাপ্ত কাজ শেষ করতে চাই। যদি বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, আমি জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
জনপ্রিয়তার শীর্ষে জুলফার নাইম
নাদিম মোস্তফার মৃত্যুর পরও তার জনপ্রিয়তা অম্লান। সরেজমিনে দেখা গেছে, তার ছেলে অ্যাডভোকেট জুলফার নাইম মোস্তফা এলাকায় ব্যাপক জনপ্রিয়। নেতাকর্মীরা তাকে আগামীর সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন বলেন,
> “নাদিম মোস্তফা ছিলেন একজন মহৎ নেতা। তার অসমাপ্ত কাজ শেষ করতে তার ছেলের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা তারেক রহমানের কাছে আবেদন করছি, যেন জুলফার নাইম মোস্তফাকে ধানের শীষ প্রতীক দেন।”
দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ আজিজ মন্ডল বলেন,
“নাদিম মোস্তফার সময়ে পুঠিয়া-দুর্গাপুরে অনেক উন্নয়ন হয়েছে। তার ছেলে জুলফার নাইম নির্বাচিত হলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানান, নাদিম মোস্তফার প্রতি মানুষের ভালোবাসা এখন তার ছেলের প্রতি প্রতিফলিত হচ্ছে। জুলফার নাইম মোস্তফা বাবার মতোই সবার পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন।
বাবার মতো মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন জুলফার নাইম মোস্তফা। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি রাজশাহী-৫ আসনের পরবর্তী সংসদ সদস্য হয়ে জনগণের সেবা করবেন।