
মোঃ সেলিম মিয়া, রংপুর:
রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের জলকরিয়া এলাকায় গত ১৪ ও ১৫ জানুয়ারি (মঙ্গলবার ও বুধবার) দুইদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান মুফাসসীর হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত তাহেরী।
তাহেরী রংপুরে প্রথমবারের মতো উপস্থিত হয়ে মাহফিলের বিশাল জনসমাগম দেখে মুগ্ধ হন। তিনি বলেন, হাজারো মানুষের ভালোবাসা এবং হাত বাড়িয়ে মোছাফা করার আকাঙ্ক্ষা তাকে অনুপ্রাণিত করেছে। মাহফিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মাহফিল কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাহফিলটি আলহাজ্ব মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. মাহফুজ উন নবী (ডন), সদস্য সচিব, রংপুর মহানগর বিএনপি। আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ও জুয়েল।
মুফতি তাহেরী বলেন, কুরআনের আলোকে জীবন পরিচালনা করলে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখাবেন। মাহফিলে আগত সবাইকে তিনি এই বার্তা গ্রহণের আহ্বান জানান।