
স্টাফ রিপোর্টার:
যশোরের রামনগর ইউনিয়নের বিভিন্ন মাঠে ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। বুধবার সকালে সরেজমিনে গিয়ে চাষের মাঠে এই কর্মব্যস্ত দৃশ্য দেখা যায়।
জানা গেছে, যশোরের রামনগর ইউনিয়নের কৃষকেরা আমন ধান ঘরে তোলার পর শীতের কষ্ট উপেক্ষা করে ইরি-বোরো ধানের চাষ শুরু করেছেন। ইরি-বোরো চাষের জন্য পৌষ-মাঘ মাস খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যেই বোরো জমিতে ধানের চারা রোপণ সম্পন্ন করতে হয়।
চাষিরা জানান, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা তাদের কাজের গতি কমাতে পারেনি। বরং তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে কাজ করে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। আগাম বীজতলা তৈরির ফলে চারা রোপণের কাজ অন্যান্য বছরের তুলনায় অনেক আগে শুরু হয়েছে।
রামনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম ও আতিয়া পারভিন জানান, ২০২৪-২৫ অর্থবছরের ইরি-বোরো মৌসুমে রামনগর ইউনিয়নে প্রায় ১৮০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারা আরও জানান, এখানে ইন্ডিয়ান, বাসমতি ও রড মিনিকেট জাতের ধানের চাষ বেশি হয়। পাশাপাশি দেশি জাত ব্রি-৬৩, ব্রি-১০০ এবং ব্রি-৮৯ ধানের চারা রোপণ করা হচ্ছে।
কৃষকদের এই নিরলস পরিশ্রম ও আবহাওয়ার অনুকূল পরিস্থিতি এবার ভালো ফলনের আশা জাগিয়েছে।