
হরিদাসকাটি প্রতিনিধি:
“জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মণিরামপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। গতকাল (১৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সংস্কারকল্পে ৭ দফা দাবিনামা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি ১৫ দিনের আল্টিমেটাম দেওয়ার পরও কার্যক্রমে ধীরগতির কারণে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ
১৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির পরামর্শমূলক মতবিনিময় সভা। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সেখানে লিফলেট সহকারে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল এবং সদস্য নাহিদ হাসানের সঙ্গে মতবিনিময় করেন।
৭ দফা দাবিনামা
ঘোষণাপত্রে উল্লেখিত ৭ দফা দাবির মধ্যে অন্যতম হলো:
জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয় চিকিৎসা নিশ্চিত করা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মণিরামপুর উপজেলার প্রতিনিধি শরীফ মাহমুদ জানান, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ৭ দফার লিফলেট বিতরণ করেছি।”
লিফলেট বিতরণে অংশ নেন হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, জাবের হোসেন, ইফতেখার হাসান অভি, সাকিব, দিপ্ত, মুনিমসহ আরও অনেকে।