
স্টাফ রিপোর্টার:
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে সতীঘাটা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় ও জনস্বার্থবিরোধী ট্যাক্স-ভ্যাট বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিও উত্থাপন করা হয়।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ৩০ মিনিটে সতীঘাটা বাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদর থানা কমিটির সভাপতি শাহরিয়ার আমির।
সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতি জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহাদ আলী লস্কর, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার ও কামরুজ্জামান রাজেশ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, এবং কৃষক সংগ্রাম সমিতি সদর থানা কমিটির সাংগঠনিক সহ-সভাপতি শহীদ হোসেন মনা।
সভা পরিচালনা করেন সদর থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস।
বক্তারা বলেন, “বাংলাদেশের জাতীয় পরিস্থিতি বর্তমানে চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে এই সংকট দিন দিন প্রকটতর হচ্ছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ।পথসভায় এলাকার সাধারণ মানুষ এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন।