সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য ওয়ার্ড সভাপতি আমির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বয়কট এবং বহিষ্কারের জন্য মহানগর বিএনপির কাছে আবেদন করেছেন।
গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আখালিয়া ধানুহাটার পার নুরানী মাদ্রাসায় ৯নং ওয়ার্ড বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির দায়িত্বে ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক। পরিচালনা করেন মহানগর বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স।
সভায় অভিযোগ আনা হয় যে, সভাপতি আমির হোসেন বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন, পদ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অশোভন মন্তব্য করেছেন।
সভায় উপস্থিত ৪৮ জন সদস্যের সর্বসম্মতিক্রমে আমির হোসেনকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় এবং লিখিতভাবে মহানগর বিএনপির কাছে তার বহিষ্কারের আবেদন জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রবীণ নেতৃবৃন্দসহ ৯নং ওয়ার্ড বিএনপির নেতারা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মহানগর বিএনপির নেতৃত্ব এই যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।