
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল ইমিগ্রেশন থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) এবং তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডে (২৩) আটক হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সুস্মিতা ও সত্যজিৎ মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইব্রাহীম হোসেন জানান, সুস্মিতা (পাসপোর্ট নং: এ ০৮০৯৩৬১৬) এবং সত্যজিৎ (পাসপোর্ট নং: এ ০৮০৮৩৪৮৩) সকাল ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাদের পাসপোর্ট যাচাই-বাছাই করার পর জানা যায়, তাদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতা পান্ডের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছিল। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সত্যজিৎ পান্ডে দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, সুস্মিতা ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বে থাকার সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আগামীকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে।