রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর বিওপি দায়িত্বাধীন এলাকার বেহুলার চর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোল্লারচর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম।
সভায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ, সীমান্তে গবাদিপশু চড়ানো এবং অপরিচিত ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদকদ্রব্যের কুফল এবং বিএসএফ কর্তৃক সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবগত করার আহ্বান জানানো হয়।
সভায় মোল্লারচর বিওপি কমান্ডার সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।