সিরাজগঞ্জ প্রতিনিধি:
কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সলঙ্গার খেটে খাওয়া অসহায় মানুষগুলো। এই তীব্র শীত মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখা মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
শনিবার বিকেলে সলঙ্গা ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দেড় শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা মোঃ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সদস্য মোঃ হোসাইন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুল গফুর মোল্লা, মাওলানা আব্দুস সামাদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এই মহৎ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা করেছেন জামায়াত ইসলামী নেতৃবৃন্দ।