Monday, July 14, 2025

ক্যাম্পাস টু ঢাকা রুটে বাস চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Date:

Share post:

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। অধিকাংশ শিক্ষার্থীর চাহিদা থাকে ঢাকা মুখী হওয়ার। সেই তালিকায় ঢাবি, জবি ও জাবি’র পর নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান। অথচ প্রতিষ্ঠার ১৯ বছর পরও ঢাকার সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাস যেখানে একাধিক জেলা পেরিয়ে শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস যেখানে কুমিল্লা ও গাজীপুর পর্যন্ত যায়, সেখানে ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরে যাতায়াতের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস নেই। এটি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের চাকরির বাজার, সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডসহ নানা আনুষ্ঠানিকতায় সবাইকেই রাজধানী ঢাকার ওপর নির্ভর করতে হয়। এমনকি শিক্ষকরাও নানা কারণে নিয়মিত ঢাকা মুখী হন।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের আশপাশের অঞ্চলগুলো (মাওনা, গাজীপুর, ঢাকা) থেকে প্রচুর শিক্ষার্থী নিয়মিত আসা-যাওয়া করে। একটি বাস যদি ভালুকা পর্যন্ত যেতে পারে, তাহলে এসব অঞ্চল পর্যন্ত কেন আসতে পারবে না? বিশেষ করে ভালুকা থেকে যারা বাসে বাড়ি যায়, তাদের অনেক হয়রানি পোহাতে হয়। বাসের রুট বৃদ্ধি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আবু ইসহাক অনিক জানান,
“ঢাকাগামী বাস চালু হলে শিক্ষার্থীদের জন্য তা হবে অত্যন্ত উপকারি। ময়মনসিংহ-ঢাকা রুটে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। এই রাস্তায় অনেক শিক্ষার্থী যাতায়াত করেন এবং অনেক দুর্ঘটনারও শিকার হতে দেখা যায়। প্রশাসন যদি ঢাকাগামী বাস চালু করে, তা শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হবে। আশা করি, দীর্ঘদিনের এই দাবি গুরুত্বসহকারে বাস্তবায়িত হবে।”

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল আক্ষেপের সুরে বলেন,
“অন্তত গাজীপুর পর্যন্ত বাস সার্ভিস থাকলে আমাদের চাকরির পরীক্ষা দিতে অনেক সুবিধা হতো।”

উল্লেখ্য, ঢাকামুখী বাস সার্ভিসের রুট বৃদ্ধির দাবিতে ইতিপূর্বে গাজীপুর অ্যাসোসিয়েশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এখনও তা সফল হয়নি।

ঢাকা, গাজীপুর, মাওনা, ভালুকা এবং ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী অঞ্চলগুলো থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত অঞ্চলের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত বাস এই মহাসড়কে চললে সেটি ব্র্যান্ডিংয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচিতিও বহন করবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন,
“পরিবহন প্রশাসক হওয়ার আগে আমিও শিক্ষক ছিলাম। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ঢাকামুখী যাতায়াতের প্রয়োজনীয়তা আমি বুঝি। খুব দ্রুত এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে পদক্ষেপ গ্রহণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।...

কালীগঞ্জে জুলাই শহীদের স্মরণে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি 

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ  প্রতিনিধি:   জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা  ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি'র...

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবক খু/ন যশোরে কু/পিয়ে হ/ত্যা

রাইসুল  ইসলাম | যশোর: যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক...

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি: যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের শুভ...