
স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা সতীঘাটা আশরাফুল মাদারিস মাঠ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৫০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
৫ জানুয়ারি ২০২৫ রবিবার দুপুর ১২ঃ১৫ মিনিটে মাদারিস প্রাঙ্গনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। আশরাফুল মাদারিসের স্বনামধন্য পরিচালক মাওলানা নাসীরুল্লাহ সাহেবের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, যশোরের মাননীয় ডিসি মহোদয় আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী জনাব ইকবাল আহমেদ জব্বার (হেড অফ প্রোগ্রাম গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকে) বিশেষ অতিথি, জনাব মোঃ আশরাফুল ইসলাম (প্রধান নির্বাহী হয়েলবিং বাংলাদেশ সোসাইটি”।
আরো উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মাসুদুর রহমান সাহেব এবং তার কন্যা ও প্রধান উপদেষ্টা ড, মোঃ ইউনুসের থ্রী জিরো ইনিশিয়েটিভ বাস্তবায়নে প্রথম শ্রেণির কর্মকর্তা মুহতারামা হাফেজা মরিয়ম মাসুদসহ (GRT) ও (WBS) এর পরিচালকবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ। জানাযায়, আন্তর্জাতিক সেবামূলক সংস্থা’ গ্লোবাল রিলিফ ‘ (GRT) এবং ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি’, ( WBS) যারা দেশ ও বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতা (GRT) এর অর্থায়নে এবং (WBS) এর সহযোগিতা এবারে আয়োজন সতীঘাটায় আশরাফুল মাদারিসে মাঠ প্রাঙ্গণে ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।