Wednesday, November 5, 2025

১টি অবৈধ ওয়ান সুটার গান  হোন্ডা মোটর সাইকেলসহ  গ্রেফতার ০৩

Date:

Share post:

ফারুক হোসেন:

নড়াইল জেলার কালিয়া থানার সাধারণ ডাইরী নং-১২৩২, তারিখ-৩১/০৫/২৪ খ্রিঃ মূলে এসআই (নিঃ) সেখ সোহরাব উদ্দীন সংগীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র ও বিশেষ অভিযান পরিচালনা কালে ২৩.১০ ঘটিকার সময় পৌরসভার অর্ন্তগত ওয়ালটন মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালিয়া পৌরসভার অর্ন্তগত ৫নং ওয়ার্ডের সিতারামপুরচর সাকিনে বেন্দারচরগামী রাস্তা দিয়ে একটি মোটর সাইকেলে তিনজন লোক ধর্তব্য অপরাধ করার জন্য অবৈধ অস্ত্র নিয়ে আসছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এসআই(নিঃ) সেখ সোহরাব উদ্দিন, এএসআই (নিঃ) জিয়াউর রহমান ও সংগীয় ফোর্সসহ আনুমানিক রাত ২৩.২৫ ঘটিকার সময় কালিয়া থানার পৌরসভার অর্ন্তগত ৫ নং ওয়ার্ডের সিতারামপুর সাকিনস্থ জনৈক মঞ্জুর শেখ (৫০), পিতা-মৃত কুটি মিয়া শেখের বসত ঘরের উত্তর পাশে বেন্দারচরগামী ঢালাই রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেলে থাকা ০৩(তিন) জন ব্যক্তি ০১। মোঃ ইকবাল হোসেন মেলেকদার (৩৭), পিতা-মৃত উকিল উদ্দিন মেলেকদার, সাং- কাটেংগা, ০২। মোঃ ওবাইদুল্লাহ ফকির (৩৮), পিতা- আব্দুল হাসান ফকির, সাং- ইখড়ী, উভয় থানা- তেরখাদা, জেলা- খুলনা, ০৩। মোঃ জাকারিয়া হুসাইন (৩৩), পিতা-মৃত মজিবর রহমান, সাং- বেন্দারচর, থানা- কালিয়া, জেলা- নড়াইল নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত ব্যক্তিদের পালানোর চেষ্টা করার কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীরা স্বীকার করে যে, তাদের হেফাজতে একটি ওয়ান সুটার গান আছে।

উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তল্লাসীকালে আসামী ইকবাল হোসেন মেলেকদার এর কাছ থেকে-
ক) ০১ টি ওয়ান সুটার গান, যা স্টিলের তৈরি কাঠের বাটযুক্ত এবং বডির রং মেহগনি কাঠ কালার, বাট, বডি ও ব্যারেলসহ লম্বা- ১৮ ইঞ্চি (কাঠের বাট ৪ ইঞ্চি, ব্যাস ৩ ইঞ্চি, ব্যারেল লম্বা ১১ ইঞ্চি), ট্রিগার ও ফায়ারিং পিন সক্রিয়, যা দেশীয় তৈরী

খ) ০১টি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগ ও ০১টি সাদা চেক লুঙ্গির টুকরা

গ) ০১ টি Hornet Honda 160R, যার রেজিস্টেশন নং- খুলনা-ল ১১-৪৬৫১(ডিজিটাল নাম্বার প্লেট), চেসিস নং- P80KC2390J106955. ইঞ্জিন নং- KC23E-76007264 জব্দ করা হয়।

 

এ বিষয়ে কালিয়া থানার মামলা নং-০১, তারিখ-০১/০৬/২৪খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের দ্য আর্মস এ্যাক্ট এর 19A রুজু হয়। আসামী জাকারিয়া ফকির ও মোঃ ওবায়দুল ফকির এর নামে মাদক, চাঁদাবাজিসহ অন্যান্য মামলা রয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আরো অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...