Friday, December 5, 2025

পাইকগাছা শ্রীকণ্ঠপুর কে আর বিদ্যালয়ে পরীক্ষার আগেই নিয়োগ চূড়ান্ত

Date:

Share post:

উজ্জ্বল কুমার দাস,পাইকগাছা,খুলনা:
পাইকগাছা শ্রীকণ্ঠপুর কে আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ চূড়ান্ত। ওই পরীক্ষা বন্ধ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে দাবিতে করা হয়েছে। দু’জন নিয়োগ পরীক্ষার্থী এ অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীকণ্ঠপুর কে আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে ২০২৩ সালের ৭ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মোট ২৭টি আবেদন জমা পড়ে। যার মধ্যে সভাপতি মিজানুর রহমানের দু-ছেলে, নিজ বৌমাসহ আপনজনরা থাকায় অভিযোগ হওয়ায় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেন। পরে নিয়োগ বোর্ডের সভাপতি পরিবর্তন করেন ইসমাইল গাজীকে করা হয়। সেখানেও সভাপতি নাতিসহ আপন জন রয়েছে। তাছাড়া তারা কৌশল খাটিয়ে অবৈধ উপায়ে যাদের নিয়োগ দেবেন তা চূড়ান্ত করা হয়েছে। যাদের চূড়ান্ত করা হয়েছে তারা হলেন অফিস সহকারী সে সাবেক নিয়োগ বোর্ডের সভাপতির ছেলে মোঃ আল আমিন সরদার, নিরাপত্তাকর্মী বর্তমান নিয়োগ বোর্ডের সভাপতির নাতি বাকী বিল্লাহ, আয়া পদে সাবেক সভাপতির ছেলের স্ত্রী শাপলা খাতুন ও নৈশপ্রহরী পদে মাসুদ রানা। দু জন পরীক্ষার্থী মো. জাবের আহম্মেদ ও বিল্লাল সরদার এ অভিযোগ করেন।
এব্যাপারে নিয়োগ বোর্ডের সভাপতির মোবাইল ফোনে কল করা হলে। অপর প্রান্ত থেকে ছেলে মোবাইল ফোন রিসিভ করে তিনি বলেন মোবাইলে তিনি কথা বলবেন না। আমি তার ছেলে (আমার নাম বলব না)। কোনো কিছু না শুনে বুঝে স্কুলের নাম উল্লেখ করে বলেন তার কোনো দায় দায়িত্ব নেই বলে ফোনের লাইন কেটে দেয়। প্রধান শিক্ষকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...

রামনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র  সুস্থতা ও দী’র্ঘয়ু কা’মনায়  দোয়া – মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর...

নড়াইলে ঋ’ণ খেলা”পির দা’য় এ’ড়াতে ছোট ভাইকে অবা”ঞ্ছিত ঘো’ষণা অন্য ভাইদের

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি  নড়াইলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারের উপর জড়ানো এবং জমি বন্ধক...

ঢাকুরিয়া কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের মায়ের ই’ন্তেকাল

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের মাতা আকলিমা বেগম (৮০) ইন্তেকাল করেছেন...