প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ৯:১৩ পি.এম
যশোরে ইরিধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা

যশোরে বিভিন্ন চাষের মাঠে ইরিধান কাটার ব্যস্ততা সহীত পার করছে কৃষকরা। যশোরে হরিণা বিলে ইরিধান কাটার এবং ধান বাধা বাঁকে করে নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরে রামনগর ইউনিয়নে হরিণারবিলে কৃষকরা ইরিধান কাটার এবং ধান কাটা বাধা এবং তাদের সোনার ফসল বাঁকে করে গন্তব্য স্থানে নিয়ে যাওয়া ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবার এই ধান কাটার মৌসুমে চাষী আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবার চাষের মাঠে ইরি ধান বাম্পার ফলনে আমরা চাষিরা খুব খুশি।

এবার ইরিধান ৩৩ শতকে প্রতি বিঘায় ২২ থেকে ২৪ মন হবে বলে জানান। তবে এবার ইরিধান ফসলের ফলন ভালো হয়েছে। প্রত্যেকটা চাষী ফলন দেখে খুবই খুশি। তীব্র তাপদহনে চাষিরা তারা তাদের পাকা ধান কাটা বাধা এবং বাঁকে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তবে এবার ইরি ধানের চাষের মাঠে চাষীরা রড মিনিকেট ধান, জিরো মিনিকেট ধান, ৫৮ ধান, ৬৩, ৭৪, সুবল লতা, ৫৯, ধান রোপন করেন। সব থেকে রড মিনিকেট ধান বাম্পার ফলন হয়েছে বলে জানান চাষিরা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আমরা আমাদের চাষের জমি থেকে সোনার ফসল ঘরে আনতে পারবো। তিনি আরো বলেন প্রত্যেকটি চাষের মাঠে ধানের ফলন ভালো হওয়ার কারণে আমাদের মতন চাষীরা অনেক খুশি।

কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।