Wednesday, August 6, 2025

যশোরে  কিশোর গ্যাংয়ের চাকুর আঘাতে ব্যবসায়ী জখম ৬ জনের বিরুদ্ধে মামলা 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদরে সতীঘাটায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ধারালো চাকুর আঘাতে আব্দুল আলীম ওরফে শান্ত (২৭)নামে এক মুদি ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। এই ঘটনার সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও দোকানে ক্যাশ ড্রায়ার হতে নগদ ৪০ হাজার টাকা চুরি করে মর্মে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার রাতে সদর উপজেলার সতীঘাটা নতুন বাজার ক্যাডেট মাদ্রাসা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনার বিষয় কামালপুর গ্রামের ওসমান গাজীর ছেলে ভিকটিম আব্দুল আলীম শান্ত বাদী হয়ে ৬ জনের নামে মামলা দায়ের করেন।
কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর -৫৯,তাং-১৮/০৪/২৪ইং। এ মামলার আসামীরা হল;রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের কিশোর গ্যাং মৃত নুর-নবীর ছেলে রায়হান হোসেন (২৪),বারান্দীপাড়া করবস্থানের টগরের ছেলে আকাশ ওরফে বাঁধন(২৩),কামালপুর গ্রামের মৃত মফিজের ছেলে আলামিন(২৪),মৃত সালামের ছেলে অন্তর (২৩),গোলাম মোস্তফার ছেলে নাঈম (২৪),মৃত আবু ড্রাইভারের ছেলে মামুন (২২)। আসামীদের মধ্যে ওই রাতেই আলামিন,অন্তর,নাঈম ও মামুনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। কিন্তু মুলহোতা রায়হান এবং আকাশ ওরফে বাঁধন পলাতক রয়েছে। তারা এলাকার চিহ্নত সন্রাসী,কিশোর, গ্যাং ও মাদকসেবী বলে পরিচিত। তাদের বিরুদ্ধে নানা অপরাধমুলক কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে। এমামলায় আসামীরা পিকনিক করিবে মর্মে গত ১৬ এপ্রিল বাদীর দোকান হতে বাকীতে মালামাল ক্রয় করে। পরবর্তীতে ১৭ এপ্রিল মোবাইল ফোনে বাদীর পাওনা টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দেয়। একপর্যায়ে আসামীরা একত্রে বাদীর দোকানের সামনে এসে তার নাম ধরে ডেকে গালিগালাজ করে।ভিকটিম গালিগালাজ করার কারণ জানতে চাইলে আসামীরা তাকে ঝাপটে ধরে। এসময় রায়হানের হাতে থাকা ধারালো চাকু দিয়া পেটের বাম পার্শ্বে শান্তকে রক্তাক্ত জখম করে।
চাকুর আঘাতে তার পেটের ভুড়ি বের হলে সে মাটিতে পড়ে যায়। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা চুরি করে কিশোর গ্যাং পালিয়ে যায়। এসময় স্থানীয়রা জখম শান্তকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর বলে জানা যায়। এদিকে মুলহোতা রায়হান ও কামালপুর গ্রামের ভাগ্নে মাদক ব্যবসায়ী আকাশ ওরফে বাঁধনকে আটক ও বিচারের দাবি জানান এলাকার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ...

কেমন ছিল ৪ই ও ৫ই  আগস্ট ২০২৪- ১দ’ফার আ’ন্দোলন  ছাত্রদল নে’তা

মুন্না ইসলাম আগুন, রাজশাহী (দুর্গাপুর) প্রতিনিধি : ২০২৪ সালের কথা মনে হলেই মনে পড়ে যায় জুলাই আগস্ট আন্দোলনের কথা।...

সিরাজগঞ্জে  ১৩ শহীদদের কবর জিয়ারত ও  পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ, ৫ আগষ্ট ২০২৫ ( বাসস) জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে  ১৩ শহীদের...

কুয়াদায় জু’লাই ৩৬ ফ্যা/সি/বা/দ মু/ক্ত বাংলাদেশ দিবস ও শ’হীদদের আ’ত্মা’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালন করা হলো “জুলাই ৩৬ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস। এ...