
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম আরাজি ডুমুরিয়া শাহী জামে মসজিদে রমজানের প্রথম দিন নিজ গ্রামের মুছাল্লীদের সাথে ইফতারীতে অংশ নেন। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম হাফেজ রুহুল আমীন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক এস কে বাপ্পি, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল হালিম, মসজিদটির মুয়াজ্জিন শহীদ গাজী, মাহাবুর শেখ, আছাব শেখ, মুজিবুর শেখ, মফিজুর রহমান শেখ, আবু মুছা গাজী, আব্দুর রহিম শেখ, ইলিয়াছ সরদার, মাহাতাব শেখ প্রমুখ।