Friday, November 7, 2025

যৌনকর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

ভারতের বৃহত্তম যৌন কর্মীদের কমিটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্দোগে একটি প্রেস মিট হয় কলকাতার প্রেস ক্লাবে।

সেখানে আগামী ৩ই, মার্চ আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে আয়োজিত এক প্রেস মিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের যৌন কর্মীদের কমিটি সাধারণ সম্পাদক শ্রীমতী বিশাখা লস্কর বলেন যে পৃথিবীর কোন যৌন কর্মীরা কোন ভাবে চোরাবালি র শিকারী না হয় তা খেয়াল রাখতে হবে। কারণ তাদের যৌন কর্মীদের মর্যাদা এবং পেশাদারের সম্মান দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তাদের অধিকার কে আদায় করতে গিয়ে বহু আত্মবলিদান ও আন্দোলন করতে হয়েছে। সেই সঙ্গে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের অধিকার কে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে তারা। তাদের অধিকার কে এবং আন্দোলন কে ভাঙ্গা র জন্য বহু কৌশল অবলম্বন করা হয়েছিল। কিন্তু তারা সকল বাঁধা কে অতিক্রম করে আজ যৌন কর্মীদের অধিকার কে ছিনিয়ে নিতে পেরেছেন।

সারা ভারতের কয়েক লক্ষ যৌন কর্মীদের পদ দেখিয়ে দিয়েছেন তাদের আন্দোলন। শ্রীমতী বিশাখা লস্কর একান্ত ব্যক্তিগত জানান যে বর্তমানে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় কয়েক হাজার যৌন কর্মী কাজ করছে। এই যৌন কর্মীদের মাঝে মাঝে হয়রানি র শিকার হতে হয়েছে প্রশাসনিক ভাবে, কখনো রাজনৈতিক ভাবে কখনো পাড়ার দাদাদের দ্বারা। কিন্তু তাদের ঐক্যের কাছে হার মানতে হয়েছে সকলকেই। বর্তমানে কলকাতার সোনাগাজী ও কালীঘাট এবং বৌবাজার এবং খিদিরপুর এবং ডায়মন্ডহারবার মহাকুমাতে ও বারুইপুর সহ বিভিন্ন যৌন পল্লীতে কয়েক হাজার যৌন কর্মী কাজ করছে। তাদের অধিকার ও নিরাপত্তা ব্যবস্থা দিতে সজাগ দৃষ্টি রেখেছে দুর্বার মহিলা কমিটি। আগামী ৩ই, মার্চ কলকাতার সোনাগাজী তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যৌনকর্মী দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...