Sunday, September 14, 2025

সাব্বির হোসাইনের লেখা কবিতা”মৃত্যুর পালকি”

Date:

Share post:

মৃত্যুর পালকি

দুয়ারে আসিয়াছে পালকি

নিতে যে আমায়।

অগো প্রিয়তমা তুমি গিয়াছো কোথায়।

আমাকে যে যেতে হবে প্রভুর কাছে,

তোমার কাছে পড়ে রবে আমার দেহ টা যে।

 

সারাজীবন করিয়াছি ভুল

এখন আমায় দিতে হবে পাপের মাশুল।

 

কেঁদো নাগো প্রিয় কেউ কেঁদো না,

আমার মৃত্যুতে তোমারা কেউ কেঁদো না।

 

মৃত্যু আসিবে একদিন সবারই কাছে

তোমাদেরকেও  একদিন ঠিক যেতে হবে

 

মৃত্যুর কথা স্মরণ করিয়া কভু কি করিয়াছিলাম ভয়,

মৃত্যুর সাধ যে মেটেও সহজ নয়।

 

পালকি যে এসে গেছে দুয়ারে

এখন আর মৃত্যুর কথা ভেবে হবে।

 

ওগো প্রিয়রা তোমারা শিক্ষা নাও

আমার মৃত্যু থেকে,

তোমাদেরকেও শীঘ্রই যেতে হবে

সেই অন্ধকার মাটির কবরে।

 

সময় থাকতে তৈরি হও মৃত্যুর জন্যে,

যেন মৃত্যুর পর যেতে পারো জান্নাতে।

 

যদি তুমি মৃত্যুকে ভুলে,

ভাবিতে থেকো চিরকাল রবে পৃথিবীতে,

মৃত্যু আসিতে পারিবেনা তোমারই কাছে

 

তবে তুমি করিয়াতেছো ভুল,

তোমাকে যে দিতেই হবে তার মাশুল।

 

তুমি যেখানেই লোকাও না কেনো,

মৃত্যু তোমায় ঠিক খুঁজিয়া লইবে।

মৃত্যুর পালকি এসে উপস্থিত হইবে তোমারই সামনে,

তখন ঠিকই তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...