Saturday, August 9, 2025

ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশের দায়িত্ব পালন করবেন মিতুন দে

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

পশ্চিম বাংলা সরকারের সরাস্ট্র দপ্তর থেকে পশ্চিম বাংলা পুলিশের রদবদল করা হয়েছিল। সেই ঘোষণা র পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ডায়মন্ডহারবার মহাকুমা মহাকুমার পুলিশের প্রধান মিতুন কুমার দে কে, তার কর্ম দক্ষতার জন্য তার পদ থেকে উচ্চ পর্যায়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দিলেন জেলা পুলিশের আধিকারিক। তাতে শীলমোহর দেন খোদ পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রী মিতুন কুমার দে দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশের দায়িত্ব পালন করেন। এবং অনেক অপরাধ মূলক কাজ বন্ধ করে দেন। এবং অপরাধীদের কাছে তিনি তাদের জম হিসেবে পরিচিত। চুরি ও ডাকাতি এবং রাজনৈতিক হিঙসা ও অপরাধ মূলক কাজ বন্ধ করে দিতে সক্ষম হন।

তার কাজের জন্য সরকারের সুনজরে আসে এবং ডায়মন্ডহারবার লোকসভা র এম পি এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর প্রিয় পাত্র হিসেবে উঠে আসেন। তার পর থেকে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং আই এস এফ ও বামফ্রন্ট এবং বিজেপি তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতী র অভিযোগ তোলেন।

এমনকি তার সময়ে পঞ্চায়েত নির্বাচনে বহু যায়গায় বিরোধী দলের নেতৃত্ব তাদের প্রার্থী দিতে পারেননি। এবং মহাকুমা শাসক মিতুন কুমার দে কে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় নি।

কিন্তু সবকিছু র উদ্ধে গিয়ে তিনি তার কাজ করে সুনাম অর্জন করেন। তার ফল সরূপ তাঁকে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল ডায়মন্ডহারবার মহাকুমা র মগরাহাট পশ্চিমের উস্তি তে তাঁকে নাগরিক সম্মান প্রদর্শন করেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।

সেই মঞ্চে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন এবং তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মানবেন্দ্র মন্ডল ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ও উস্তি অঞ্চলের উপপ্রধান আইনজীবী মিকাইল মোল্লা এবং তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম ও তৃনমূল দলের অন্যতম নেতা সঞ্জীব মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট রাজনীতিবিদ ও তৃনমূল দলের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিজয়র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে বর্ষপুর্তি উপলক্ষে...

নড়াইল লোহাগড়া উপজেলায় র/হস্য’জনক ভাবে খু/ন রাজমিস্ত্রী সোয়েবুর খান

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে লোহাগড়া উপজেলার কালনা এলাকার মাইড কুমড়া পৌরসভা সীমানা গেট সংলগ্ন ইউনুস খানের ছেলে...

মণিরামপুরে ঐতিহাসিক ৫ই আ’গষ্ট পা’লনে উ’জ্জীবিত ছাত্রদল

মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদল সরাসরি ভূমিকা রেখেছিলো। শুধু ছাত্রদল না ছাত্র রাজনীতির বিভিন্ন সংগঠনের ছত্র-ছাত্রীরা সেদিন ফ্যাসিস্ট...

নড়াইলে দুর্নীতিবিরোধী শপথ নিল ৪শতাধিক শিক্ষার্থী

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী। ০৭ আগস্ট (বৃহস্পতিবার) লাহুড়িয়া হাফেজ...