Friday, December 5, 2025

বেনাপোলে ১২ টি স্বর্নের বারসহ ৩ পাচারকারী আটক

Date:

Share post:

ইমরান হোসেন, বাগআঁচড়া প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২ টি স্বর্ণের বার সহ জালাল উদ্দীন (৩৭), আজমীর (২০) ও নুরুজ্জামান (৩৮) নামে ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

রোববার (১২ নভেম্বর) ভোরে সীমান্তের বারোপোতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়।

আটকরা হলেন-জালাল উদ্দীন উপজেলা পুটখালি গ্রামের আলী কদমের ছেলে, নুরুজ্জামান ও আজমির একই গ্রামের রুহুল আমিন এবং আনার উদ্দীনের ছেলে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, ১১ নভেম্বর ২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।

কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটককৃত আজমীর, জালাল উদ্দিন ও নুরুজ্জামানকে আটক করে। পরে তাদেরকে তল্লাশী করে ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।

উক্ত স্বর্ণের বারগুলো ১ জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ন ১,২৫,৯৮,০০০/- টাকা এবং মোটর সাইকেল ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটর সাইকেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রামনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র  সুস্থতা ও দী’র্ঘয়ু কা’মনায়  দোয়া – মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ  সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর...

নড়াইলে ঋ’ণ খেলা”পির দা’য় এ’ড়াতে ছোট ভাইকে অবা”ঞ্ছিত ঘো’ষণা অন্য ভাইদের

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি  নড়াইলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারের উপর জড়ানো এবং জমি বন্ধক...

ঢাকুরিয়া কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের মায়ের ই’ন্তেকাল

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের মাতা আকলিমা বেগম (৮০) ইন্তেকাল করেছেন...

নড়াইলের সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিক, মিডিয়া কর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা...