Sunday, September 14, 2025

মগরাহাট পশ্চিমে তৃনমূল দলের পক্ষ থেকে গুনিজন সম্মান প্রদর্শন অনুষ্ঠিত হল উস্তিতে

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি শ্রী অভিষেক ব্যানার্জী র নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমে গুনিজন সম্মান প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কে সম্মান দেওয়া হয়। তাদের ছিল কেউ শিক্ষাবিদ ও সমাজকর্মী ও ডাক্তার এবং আইনজীবী ও ব্যাবসায়ী এবং মেধাবী ছাত্র ও ছাত্রী ও সাংস্কৃতিক জগতের সাথে জড়িত মানুষজন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অবজারভার মইদুল ইসলাম। এছাড়াও উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম লড়াকু নেতা ও মগরাহাট পশ্চিমের বর্তমান রূপকার উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান ও তৃনমূল দলের অন্যতম নেতা হাজি মোবারক আলী এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গনপরিবহন ব্যাবস্থা ও পুরত দপ্তর এর কর্মধক্ষ্য ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের ও বে সি এবং এস টি সেলের সহসভাপতি মন্টু সেখ এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শ্রমিক শ্রেণীর নেতা ও আই এন টি ইউ সি সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী শক্তি মন্ডল। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং শ্রী তন্দ্রা পুরকায়স্থ মগরাহাট পশ্চিমের ব্লক আই এন টি ইউ সি সভাপতি ফিরোজ সাহেব এবং উস্তি অঞ্চল প্রধান ও উপপ্রধান মিকাইল মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য বাপি হালদার এবং তৃনমূল দলের উস্তি অঞ্চল সভাপতি সাগির হোসেন। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃনমূল দলের প্রধান ও উপপ্রধান ও তৃনমূল দলের নেতা ও কর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিকাপোতা অঞ্চল এর উপপ্রধান সাদেক লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা সঞ্জীব মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...