Sunday, November 9, 2025

যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের  আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  অদ্য ০৪/১১/২০২৩খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ  হিসেবে যশোর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের  সার্বিক আয়োজনে পুলিশ  লাইন্সে জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়।এবারের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর স্লোগান হলো “পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” কর্মসূচির শুরুতেই উপস্থিত সকলকে নিয়ে  পুলিশ সুপারের কার্যালয় হতে  একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পুলিশ লাইন্স গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে পুলিশ লাইন্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর। তিনি বলেন এবারের দিবসটির প্রতিপাদ্য হলো “পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি””। আমরা সকলে এই স্লোগানকে মনে-প্রাণে ধারণ করবো। তিনি আরো বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশেংয়ের বিকল্প  নেই। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি যশোর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ বেলাল হোসাইন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর। তিনি বলেন, আমাদের জেলা পুলিশ যশোরের সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে জেলা পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম দূর করতে কমিউনিটি পুলিশিং ফোরাম তথা আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের তথ্য ও সচেতনতায় আমাদের কাজকে আরো বেশি সাফল্যমণ্ডিত ও বেগবান করে। তিনি বলেন একটি দেশের কাঙ্খিত উন্নয়নের পিছনে অবশ্যই সেদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে সুতরাং দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জেলা পুলিশ যশোর তথা বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। তিনি কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে  দেশের চলমান উন্নয়নের ধারাকে যদি কেউ বিনষ্ট করতে চাই যদি কেউ আগুন সন্ত্রাস বা নাশকতার সৃষ্টির চেষ্টা করে, যদি কেউ জনগণের জান ও মালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয় তবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ যশোর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিশেষে  তিনি উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার যশোর, উক্ত ফোরামের সদস্য সচিব জনাব জে.এম ইকবাল হোসেন, অধ্যক্ষ ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হারুন অর রশিদ, সভাপতি, কোঃ মডেল , থানা কমিউনিটি ফোরাম, অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,  সভাপতি, মনিরামপুর থানা, কমিউনিটি ফোরাম, অধ্যাপক মর্জিনা আক্তার, অধ্যক্ষ সরকারি এমএম কলেজ, যশোর।
এবছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হয়েছেন  অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সভাপতি, মনিরামপুর থানা কমিউনিটি ফোরাম  এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/জনাব মোঃ মকবুল হোসেন, বাঘারপাড়া থানা, যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম সোহাগ,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, যশোর, জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি,  যশোর,  কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বীব মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক গোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অফিসার ও ফোর্সবৃন্দ। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে যশোর জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ ও নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসানের নেতৃত্বে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে ভাড়া বাসায় ব্রাক কর্মীর মর”দেহ দেড় বছরের মেয়ে রেখে লা”পাত্তা স্বামী তপু

আত্বহত্যা নাকি হত্যা মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারস্থ্য একটি ভাড়া বাড়ি হতে শুক্রবার রাত আনুমানিক ৯টার পরপরই ব্রাক...

বাবার যৌ”ন লাল”সার শি”কার নাবালিকা মেয়ে গ্রেপ্তা”র অভি”যুক্ত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় নিজের...

শার্শায় বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তি নিজ গ্রামে প্রবীণ ও শিক্ষকদের নিয়ে মতবিনিময়

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান...

যশোরের সতীঘাটায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে'র সতীঘাটায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ নভেম্বর)...