Monday, August 11, 2025

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফুলছুদ্দিন খাঁ (৫৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) সদস্যরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার ব্যাংদাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফুলছিদ্দিন খাঁ শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের সুলতান খাঁ’র ছেলে।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৯ নভেম্বর গভীর রাতে বিজিবির সদস্যরা শার্শার শিববাস গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফুলছদ্দিন খাঁ কে আটক করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় শালকোনা বিওপির নায়েক বাবর আলী বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৩ জানুয়ারি শার্শা থানার (এসআই) সাহাবুল আলম আসামি ফুলছদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ফুলছদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ঐ মামলায় গ্রেফতারকৃত আসামী ৩ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে। পরবর্তীতে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় মোট ১২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান র‍্যাব।

যশোর র‍্যাব- ৬, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর র‍্যাব এর গোয়েন্দা টিম গ্রেফতারের জন্য নজদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাত তিনটার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ব‍্যাংদাহ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে বিল হরিণা বাঁচাও আন্দেলন  জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টারবি: বিল হরিণার পাড়ে জনতা গড়ে তোল একতা'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর...

শ্রীপুরে-বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টের শহীদদের প্রতি দোয়া।

  মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে,আজ রবিবার বিকেলে শ্রীপুর পুরান বাজার খাদ্য গুদামের সামনে আয়োজিত সাবেক...

গাজীপুরে সাংবাদিক হ/ত্যা মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের গভীর শো/ক ও প্র/তিবাদ

মণিরামপুর প্রতিনিধিঃ ছিনতাইকারীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা এবং একই দিনে চাঁদাবাজি নিয়ে...

দিনাজপুরে মাদকসহ গ্রেপ্তার -১

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএমসি দিনাজপুরের পরিদর্শক মোঃ...