Wednesday, August 20, 2025

মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক – এমপি আফিল

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের (শার্শা-১) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, ছোট্ট শিশু জাতির ভবিষ্যত সম্পদ। আর জাতির এই ভবিষ্যত সম্পদকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিন সারা দেশের শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, একমাত্র মায়েরা পারেন একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করতে। “মা” পৃথিবীর এক অনন্য শব্দ। যার তুলনা কেবল “মা”। একজন মা তার গর্ভে সন্তান ধারণের পর থেকে কতো কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর মুখ দেখান, সে কষ্টের যন্ত্রণা একমাত্র মায়েরা এবং মহান আল্লাহ ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারবেনা। এজন্য প্রত্যেক মায়ের সাথে সন্তানের রয়েছে নিবিড় সম্পর্ক। যে কারণে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রত্যেক সন্তান তার মায়ের আঁচলের মধ্যেই থাকতে চায়।

মায়ের কাছ থেকে শিশুদের শিক্ষা জীবন শুরু হয়। শিক্ষিত জাতি গড়তে একজন মা এর ভূমিকা অতুলনীয়। তাই সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। বুধবার সকালে শার্শার শাড়াতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবন ও শাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না খাতুন ও নুরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী,শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস,এম আকিকুল ইসলাম, শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসলাম সরদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সাংগঠনিক আব্দুল জলিল,প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগের সভাপতি সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাবেক ছাত্রলীগের সভাপতি আয়ুব খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

পাটগ্রামে লাভলু ইসলাম নামে এক মাদ্রাসাছাত্র নি”খোঁজ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে লাভলু ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র গত ১৭ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায়...

যশোরে ৫পিস স্ব’র্ণের বা’রসহ আ’টক-১

সোহেল রানাঃ যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ আফছার আলী নামে এক পাচারকারীকে...

বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পানির বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকায় মানুষের নানা সমস্যার মুখোমুখি...

সাত দিনের টা’না বৃষ্টিতে প্লা’বিত গোটা বোম্বাই শহর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গত কয়েক দিন ধরে গোটা মহারাষ্ট্র রাজ্যের বোম্বাই সহ বিভিন্ন যায়গায় ভারী বৃষ্টিপাতের...