Monday, July 14, 2025

পাইকগাছায় ৫ বছরেও নির্মাণ সম্পন্ন হয়নি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের

Date:

Share post:

উজ্জ্বল কুমার দাস, পাইকগাছা, খুলনা, প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার গদাইপুরে নির্মাণাধীন পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ।মূল ৫তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন ও ৪তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে পানি ও বৈদ্যুতিক লাইনের কাজ । সবমিলিয়ে এ পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং চলতি বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা হবে বলা হলেও আশঙ্কা রয়েছে।জানা গেছে, তৎকালীন সংসদ সদস্য আলহাজ শেখ নূরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার গদাইপুর ফুটবল ময়দানের অপরপাশে খুলনা-পাইকগাছা সড়কের গা ঘেঁষে এক একর জমি অধিগ্রহণ করা হয় পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের জন্য । ২০১৮ সালের শেষের দিকে ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নির্মাণ কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মধু ট্রেডার্স ।দেড় বছর অর্থাৎ ২০২০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে আজও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ।এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক খুঁটির কারণে নির্দিষ্ট সময়েরও প্রায় ৬ মাস পর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল । তারপর করোনার কারণে প্রায় ১ বছর নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল ।এসব কারণে নির্মাণ কাজ পিছিয়ে গেছে। পরবর্তীতে সময় বর্ধিত করে ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে । মূল অ্যাকাডেমিক ভবন ৫তলা ও ওয়ার্কশপ ভবন ৪তলা বিশিষ্ট ভবন দুটির নির্মাণ সম্পন্ন হয়েছে।আর একটি তিন কক্ষ বিশিষ্ট একতলা সার্ভিস এরিয়া ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে । ইতিমধ্যে ৯০ শতাংশ সম্পন্ন করা হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আব্দুস সালাম দাবি করেন । সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্ষার পানিতে মূল অ্যাকাডেমিক ভবনের রং নষ্ট হয়ে গেছে। দুটি ভবনেরই পানি ও বিদ্যুতের লাইনের কাজ বাকি রয়েছে । বাউন্ডারী প্রাচীরেরও কাজ বাকি ।এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যড.এফ,এম‌,এ রাজ্জাক এর সঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি জানান স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সুদৃষ্টির অভাবে সরকারি প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হয়নি ।সবমিলিয়ে চলতি বছরের মধ্যেও নির্মাণ কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় জনমনে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে কর্মরত বেসরকারি পর্যায়ের প্রাণী চিকিৎসকদের সংগঠন ‘প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ যশোর’-এর নতুন কমিটি গঠিত হয়েছে।...

কালীগঞ্জে জুলাই শহীদের স্মরণে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি 

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ  প্রতিনিধি:   জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা  ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি'র...

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবক খু/ন যশোরে কু/পিয়ে হ/ত্যা

রাইসুল  ইসলাম | যশোর: যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক...

কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বিক্রম সাগর, রুপদিয়া প্রতিনিধি: যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের শুভ...