Thursday, October 16, 2025

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদে ত্রি—বার্ষিক সম্মেলন

Date:

Share post:

হ্লাপ্রম্ন মারমা, খাগড়াছড়ি:
মারমা সম্প্রদায়ে অন্যতম সামাজিক সংগঠন মারমা উন্নয়ন সংসদ। সংগঠনটি ভাষা, শিক্ষা, সংস্কৃতিক, এতিহ্য সংরক্ষণে দীর্ঘ দুই যুগের বেশি ধরে কাজ করে আসছে। খাগড়াছড়ি পার্বত্য জেলাকে কেন্দ্র করে মারমা উন্নয়ন সংসদ মূল কেন্দ্রীয় অফিস খাগড়াছড়ি সদরে পানখাইয়া পাড়ায়। প্রত্যেক উপজেলায় সংগঠনটির শাখা রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো মানিকছড়ি উপজেলায় মারমা উন্নয়ন সংসদ। গত শুক্রবার মানিকছড়ি উপজেলায় ১১তম কাউন্সিল ও ত্রি —বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মানিকছড়ি উপজেলা টাউন হল থেকে বনার্ঢ্য র‌্যালী শুরু করে উপজেলার গুরুন্তপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ও দলীয় পতাকায় উত্তোলন করা হয়। পরে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।
ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদে কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা চাইথোয়াইঅং মারমা।
প্রধান অতিথি চাইথোয়াইঅং মারমা বলেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মারমা সম্প্রদায় অংশগ্রহন করছিল। যুদ্ধের শহিদ হয়েছে অনেকে। অনেক মা,বোনও ইজ্জত সম্ভম হারাতে হয়েছে। মানিকছড়ি রাজা মংপ্রম্নসাইন চৌধুরী নিজের মুক্তিযুদ্ধের অংশগ্রহন করেছিলেন। নিজের গোলার ভরা ধান খোলে দিয়েছেন। মুক্তিযুদ্ধ অংশগ্রহনকারীকে থাকার ব্যবস্থা করেছিল। কিন্তু সেই মারমা জাতির ভাগ্য একনোও পরিবর্তন হয়নি। সেজন্য সকলেই মিলেমিশে মারমা জাতির উন্নতি করার জন্য একত্রিত হবার আহ্বান করেন।
উপজেলা মারমা উন্নয়ন সাংসদে সাধারণ সম্পাদক কংজপ্রম্ন মারমা সঞ্চালনায় ও সভাপাতি মংশেপ্রম্ন মারমা সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রম্ন চৌধুরী , প্রধান বক্তা সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিল মংনু মারমা (বলে), সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, বীর মুক্তিযোদ্ধা রাজা মংপ্রম্নসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুইচিংপ্রম্ন চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদে সদস্য মো.মাঈন উদ্দীন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, মারমা উন্নয়ন সংসদে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাগ্য মারমা, মাউস কেন্দ্রীয় কমিটি সহ—সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, মানিকছড়ি উপজেলা কাবার্রী এসোসিয়েশন সভাপতি ক্যজাই মারমা ,যোগ্যছোলা ইউনিয়ন আঞ্চলিক কমিটি সভাপতি ও ইউপি সদস্য অংশেপ্রম্ন মারমাসহ হেডম্যান, কার্বারী, শিক্ষক, সাংবাদিক, উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত অতিথি ও সাংগঠনিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রম্ন চৌধুরী বক্তব্যে বলেন মারমা সমাজের অবক্ষয় রোধ করার প্রয়োজন। সেটি হলো মদ, জুয়া, এই দুটি জিনিস রোধ করতে গ্রাম প্রধান কার্বারী ও হেডম্যান এবং যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করেন। মদ, জুয়া দুইটি মারমা সমাজ ধবংস মূল কারন। এসব রোধ করতে পারলে মারমা সমাজ সামনে দিকে এগিয়ে যাবে।
মংশেপ্রম্ন মারমা সভাপতিত্বে প্রথম অধিবেশন দুপুরে শেষ হয়। বিকালের দ্বিতীয় অধিবেশনে নব কমিটি সভাপতি নিংপ্রম্নঅং মারমা, সম্পাদক সাচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অংথোয়াই মারমা, সহ— সভাপতি ক্যজাই চৌধুরী, কংজপ্রম্ন চৌধুরী, যুগ্ম সম্পাদক উহ্লাচাই মারমা, চলাপ্রম্ন মারমা নিলয়, কোষাধ্য মংশে মারমা, প্রচার সম্পাদক চিংহ্লাপ্রম্ন মারমা, মহিলা সম্পাদিকা মিতালী চৌধুরী, সদস্য উক্রাজাই মারমা রিতাসহ মোট ২১জন সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষনা করা হয়। সন্ধ্যায় মনোঞ্জসাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ বর্নাঢ্য র‍্যালি,হাত ধোয়া ক্যাম্পেইন ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় স্যানিটেশন...

অগ্রিম মাসের পরিক্ষার খাতায় হল পরিদর্শকের স্বাক্ষর মণিরামপুরে জা”ল সনদের র’মর’মা ব্যাবসা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে ২০২৫ সালে চলছে গোটা বিশ্বের সরকারি/বেসরকারি কার্যক্রম।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ সহ...

মি”থ্যা মা”মলায় দু’ছাত্রকে আ”টকের ঘটনায় ফুসে উঠছে রৌমারীর মানুষ চব্বিশ ঘন্টার আ”ল্টিমেটা’ম

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চোর সন্দেহে দু’জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে...

কায়বায় ৩১ দ’ফা দা”বির লক্ষ্যে উঠান বইঠাকের বক্তব্যে তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার ১৫...