Tuesday, August 26, 2025

বিদেশে বসে থাকা কাউকে এদেশের জনগণ ক্ষমতায় বসাবে না পরিকল্পনামন্ত্রী

Date:

Share post:

এফ এম হাসান,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেছেন, সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মন্নান বলেন, কে নির্বাচনে আসলো কে আসলো না তা আমরা দেখবো না। সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সংবিধানে বলা আছে ৫ বছর পর পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ ৫ বছর পর সরকারের কোন বৈধতা থাকে না। তাই কি ভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। জাতীয় নির্বাচন কি ভাবে হবে সেটা সংসদে আইন পাশ করা আছে। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুৎ আছে। কেউ কেউ বলবেন, বিদ্যুৎ থাকেন। এটা সাময়িক সময়ের জন্য। বড় একটি বিদ্যুৎ কেন্দ্রে অসুবিধার কারণে এ সমস্যা হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মন্নান বলেছেন, শেখ হাসিনা জনগণের সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার। এরশাদ-জিয়াউর রহমানের মতো কারো মাথায় বন্ধুক ঠেকিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেননি। একটি পক্ষ আছে তারা দেশ পরিচালনায় আসতে চায়, প্রধানমন্ত্রী বা এমপি হতে চায়, সরকারে আসতে চায়।তিনি আরও বলেন, বিদেশে বিদেশে ঘুরে ঘুরে তারা বিভিন্ন দেশের সরকারের কাছে বিচার প্রার্থী হচ্ছে।

লন্ডন-আমেরিকায় ঘুরে কোনো লাভ হবে না। বিদেশে বসে থাকা কাউকে এদেশের জনগণ ক্ষমতায় বসাবে না। স্থানীয় পর্যায়ে জনগণের কাছে আসতে হবে, ভোটারদের কাছে আসতে হবে। ভোটার হচ্ছে সরকারের শক্তি।মন্ত্রী বলেন, সাধারণ মানুষের উপকার করুন। আমাদের মতো, আমাদের সরকারের মতো মানুষকে ঘর দেন, টিউবওয়েল দেন, সড়ক নির্মাণ করেন, স্কুলগুলোতে ভবন দেন তাহলেই ভোটাররা আপনাদের ক্ষমতায় বসাবেন।

ভোটাররা ভোট দিলে যে কেউ ক্ষমতায় আসুক আমাদের আপত্তি নেই।তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের কথা আপনারা মাথায় রাখবেন। সামনে নির্বাচন। চোখ বন্ধ করে ভেবে দেখবেন কে বেশি উন্নয়ন করেছেন। যদি আওয়ামীলীগ উন্নয়ন করে থাকে তাহলে অবশ্যই নৌকায় ভোট দিবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে সুশিক্ষিত মানুষের খুবই দরকার। তোমাদের পড়তে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা মানে সত্য, শিক্ষা মানে পরিশ্রম, শিক্ষা মানে সাধারণ মানুষের জন্য কাজ করা। সবাইকে সম্মান করতে হবে। সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে। ব্যবসায়ী, কৃষক-মজুরকে সম্মান করতে হবে।

পাথারিয়া বাজারের সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন উদ্বোধন ছাড়াও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থান ও উদ্বুদ্ধকরণ সভা ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, সহকারি পুলিশ সুপার শুভাশিস ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবদুর রব সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ রায়গঞ্জে ৬ লা’খ টাকা সহ এক বিকাশ কর্মী নি”খোঁ’জ

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক...

ফুলবাড়ীতে পরিবারের সাথে অ/ভিমান ক/রে গলায় ফাঁ/স দিয়ে যুবকের আ”ত্মহ”ত্যা

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন(২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে...

সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে কু/পিয়ে হ/ত্যা/র অ’ভিযোগে এক যুবককে আ’টক

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করে...

উস্তি গ্রাম পঞ্চায়েতের অধীনে পালিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে...