Wednesday, July 23, 2025

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি

Date:

Share post:

হলাপ্রম্নসাই মারমা, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বাংলাদেশের ক্ষুদ্র নৃ—গোষ্ঠীগুলোকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি আবারও সামনে এনেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গত বুধবার (৯আগস্ট) “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি” এ প্রতিপাদ্যে জেলা শহরে মিলনপুরস্থ মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সরকার চাইলে পার্বত্য চুক্তির মতো আদিবাসীর স্বীকৃতি বিষয়েও কাজ করতে পারে, কিন্তু তা করছে না। এদিকে পার্বত্য চুক্তিতেও ৭২টি ধারার কথা উল্লেখ থাকলেও ৪৮টি ধারা বাস্তবায়ন হয়েছে, অথচ মূল দাবী গুলো বাস্তবায়ন করা হয়নি অভিযোগ তাদের। অবিলম্বে আদিবাসী স্বীকৃতি সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার আহবান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি সুভাষ কান্তি চাকমা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

সভায় আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যাঁ, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা জিমি প্রমুখ। এসময় রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি প্রীতিময় চাকমা।

এদিকে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবীতে য়ংড বৌদ্ধ বিহারের সামনে মানববন্ধনে অংশ নেন আদিবাসীরা। এসময় বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, মারমা যুব ঐক্য পরিষদের সেক্রেটারি সাথোয়াই মারমা, ক্রাচিং মারমা প্রমূখ।

বক্তারা অবিলম্বে দেশের সকল আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদায় রামনগর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:   যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের...

ভু’য়া ভোটার ও আদালতের নি’ষেধাজ্ঞা উপেক্ষা করে মাদ্রাসায় প্রহসনের নির্বাচন

জামালপুর প্রতিনিধি: ভোটার তালিকায় অসংখ্য ভুল, আদালতের নিষেধাজ্ঞা, বৈধ প্রক্রিয়া উপেক্ষা করে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত...

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জমি দ’খল অতঃপর উ’চ্ছেদ নোটিশ জারী

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি জমি জবরদখল...

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছরের শিশু ধ’র্ষণে’র শিকা’র  গ্রে’ফতা’র চা দোকানদার 

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা...