প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৩, ১:১৪ পি.এম
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্য মোহাম্মদ ফখরুল আলমগীর, জেলা আনসার ব্যাটেলিয়নের কর্মকর্তা বিকাশ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জুবায়ের হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক টুকুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের বিসয়ে দিক নিদর্শনা মুলক বক্তব্য উপস্থাপন করেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।