প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ১১:৫৬ এ.এম
কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে একটি পুকুর থেকে এক চা দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার দামুদরপুর গ্রামের সাবা ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পুকুরে ওই গ্রামের চা দোকানী বিল্লাল হোসেনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার দুপুরে তার জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয় বিল্লাল হোসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
কালীগঞ্জ থানার ওসি মাহাববুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।