Tuesday, November 4, 2025

যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার গৃহবধূ 

Date:

Share post:

রমজান আলী:

স্বামীকে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে অসহায় অবহেলিত অবস্থায় রেখে গোপনে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা চালাচ্ছে যশোর জেলার মনিরামপুর থানার মুজগুন্নী গ্রামের মোঃ গোলাম হোসেনের পুত্র মোঃআজাদ হোসেন আইডি নং-( 1514400496)। ঘটনাসুত্রে জানা যায় যে,২১/০৬/২০২০ ইং- তারিখে যশোর জেলার বাঘারপাড়া থানার ভিটাবল্যা গ্রামের মোঃ জাকির হোসেনের মেয়ের সহিত ১০০০০০/-(এক লাখ) টাকা দেনমোহর ধার্য্য করিয়া মনিরামপুর থানার মুজগুন্নী গ্রামের মোঃ গোলাম হোসেনের পুত্র মোঃ আজাদ হোসেনের সাথে পারিবারিক ভাবে রেজিষ্ট্রি কাবিননামা মূলে বিবাহ হয়।বিবাহের পর স্ত্রী সাজেদা আক্তার জুই মনিরামপুরের মুজগুন্নী গ্রামে তার শ্বশুর বাড়ী যথারীতি ঘরসংসার করতে থাকে।ঘরসংসার করার কয়েক মাস পর সাজেদা আক্তার জুইয়ের স্বামী যৌতুক লোভী ও সুচতুর আজাদ হোসেন বিদেশে যাওয়ার জন্যে তার স্ত্রীকে পিত্রালয় থেকে ২০০০০০/-(দুই লাখ)টাকা যৌতুক দাবী করে।সাজেদার পিত্রালয়ের অর্থনেতিক অবস্থা ভাল না থাকায় টাকা দিতে ব্যার্থ হয়।টাকার অভাবে সাজেদার মা ছোটবেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়।যৌতুকের টাকা দিতে না পারায় মা মরা মেয়ে সাজেদার উপর আজাদ চালায় অমানবিক নির্যাতন,অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।প্রায় প্রায় নিষ্ঠুর স্বামী আজাদ হোসেন যৌতুকের টাকার জন্যে তার স্ত্রী সাজেদাকে মারপিঠ করিয়া তার ইচ্ছার বিরুদ্ধে একবস্ত্রে পিত্রালয়ে তাড়াইয়া দেয়।সাজেদার পিত্রালয়ের পরিবারের লোকজন আাজাদকে ডেকে বুঝাইয়া আপ্যায়ন করিয়া মেয়ে জামাইকে পাঠিয়ে দেয় প্রায়ই এমন ঘটনা ঘটে।এক পর্যায়ে আজাদ জানায় বিদেশে যাওয়ার জন্যে ২০০০০০/- টাকা না দিলে তার স্ত্রী সাজেদাকে নিয়ে ঘর সংসার করিবে না।আর ও জানায় সে প্রয়োজনে অন্যত্র বিবাহ করিবে এবং সাজেদাকে তালাক প্রদান করিবে বলিয়া চলে যাই।আজাদ হোসেন চলে যাওয়ার সময় স্ত্রী সাজেদা আক্তার দেনমোহর ও খোরপোষ দাবী করিলে আজাদ তা দিতে অস্বীকার করিয়া চলে যায়।স্থানীয় পর্যায়ে মীমাংসা করিতে ব্যর্থ হইলে পরে সাজেদা আক্তার জুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুবিচার পাওয়ার আশায় আদালতে মামলা দায়ের করেন।এ দিকে সাজেদা আক্তার জুই অত্যন্ত সহজ,সরল,নিরীহ, দরিদ্র অসহায় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুবিচার পাওয়ার আশায় মানবেতর জীবনযাপন করছে।অন্যদিকে তার স্বামী আদলতে হাজির হইয়া আসামী আজাদ হোসেন প্রতিনিয়ত সময়ের আবেদন করছে এবং গোপনে বিদেশে যাওয়ার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অসহায়,দরিদ্র,আইনের প্রতি শ্রদ্ধাশীল, মা মরা মেয়ে সাজেদা আক্তার জুইয়ের আবেদন আসামী আজাদ হোসেন কে গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণ করে মামলার সুবিচার পাওয়ার ব্যাবস্থা করে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...