ক্যহলাচিং মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (খাপাজেপ) সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার দপ্তর সম্পাদক সাথোয়াই প্রু চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, তিনি বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে অস্থায়ীভাবে খাগড়াছড়ি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে চাকরি দেয়ার কথা বলে সুইনুমং মারমা নামে এক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করলেও বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। তবে জেলা পুলিশ বলছে, অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাকরিপ্রত্যাশী ভুক্তভোগীর বাবা অংগ্য মারমা জানান, সপ্তাহ খানেকের ভিতরে চাকরি দেবে বলে প্রলোভন দেখিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে নিয়েছেন সাথোয়াই প্রু চৌধুরী। পরবর্তীতে চাকরি তো দেয় নাই বরং তার সাথে যোগাযোগ করলে বিভিন্ন সমস্যার কথা বলে এড়িয়ে যান। টাকা ফেরত চাইলে এক মাস, দু মাস, ৫ মাস বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুরিয়ে রাখে। বর্তমানে ৮ মাস হয়ে গেলেও পুরোপুরি টাকা ফেরত পাওয়া যায়নি। এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে গেলেও তার সাথে দেখা হয় না, এখন সাথোয়াই প্রু আগের বাসায় আর থাকেন না, বাসা বদল করেছেন, যোগাযোগ করলে আমার ফোনও রিসিভ করেন না। আমি নিরুপায়! ভুক্তভোগী সুইনুমং মারমা বলেন, গার্ডেন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন সাথোয়াই প্রু চৌধুরী। সূত্রে জানা গেছে, এক সময় ধার দেনা নিয়ে চললেও এখন তিনি বেশ দাপোটে ঘুরছেন।
জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী জেলা পরিষদে ফ্যাক্স বার্তায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পান। তারপর থেকে মারমা সম্প্রদায়ের লোকদের সাথে প্রতারণাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ থেকেও 'কমিশন' সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। প্রতিবেদকের কাছে সকল অভিযোগের তথ্য প্রমাণ সংরক্ষণে রয়েছে।
এ ব্যাপারে খাপাজেপ সদস্য সাথোয়াই প্র চৌধুরীর সাথে দেখা করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, তিনি চাকরি দেয়ার নামে টাকা নেননি বলে জানান এবং ব্যস্ততার অজুহাতে তাড়াহুড়ো করে নিজ চেয়ার থেকে উঠে চলে যান।