এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়া ডাঙ্গা গ্রামে স্ত্রী হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আঃ রশিদ মিন্টু (পিতা: জাহাতাপ আলী) তার দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার ওরফে সরুপ জান (৩৩) কে নিজ ঘরের ধানের চাতাল ঘরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২৭ এপ্রিল, রবিবার রাতের কোনো এক সময়ে।
নিহত সাথী আক্তার একই উপজেলার কাজিয়াড়া গ্রামের রহিম বক্সের মেয়ে।
এ বিষয়ে দৃর্বা ডাঙ্গা ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, ২৮ এপ্রিল সকালে মিন্টুর মেয়ে লিমা তার কাছে এসে জানায়, "কাকু, তাড়াতাড়ি চলেন, আমাদের ছোট মাকে কে বা কারা মেরে ফেলেছে।" পরে রেজাউল ইসলাম দ্রুত মিন্টুর বাড়িতে গিয়ে দেখেন, ধানের চাতাল ঘরের ভেতর সাথীর গলা কাটা লাশ পড়ে আছে।
ঘটনার পর থেকে আঃ রশিদ মিন্টু ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। স্থানীয়দের ধারণা, এই হত্যাকাণ্ডে মিন্টুর সরাসরি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর মোহাম্মদ জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানানো হবে।
এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা ঘটনাস্থলে ভিড় করে নির্মম এই হত্যাকাণ্ডের দৃশ্য দেখার জন্য।