মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোরে সতীঘাটা কামালপুর খরিচাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইউনুস আলী বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত লোহার বেঞ্চ চুরির অভিযোগ উঠেছে।
গত শনিবার বিদ্যালয় সরকারি ছুটি থাকার কারণে সেই সুযোগে এই চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রামনগর ইউনিয়নে সতীঘাটা কামালপুর খরিচাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ থাকাবস্থায় প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক ইউনুচ আলী ১০/১৩টি লোহার বেঞ্চ চুরির ঘটনা ঘটিয়েছেন।
তাৎক্ষণিক ওই বেঞ্চগুলি কামালপুর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী মিরাজের নিকট নগদ ৫ হাজার ৫'শ টাকায় বিক্রি করেন। প্রশ্ন উঠেছে ধুরন্ধর প্রধান শিক্ষক ইউনুচ আলী খুটির জোর কোথায়? তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও তার সহকারী শিক্ষকদের না জানিয়ে বিভিন্ন সময়ে বেঞ্চ, বিনামূল্যের বই, পরীক্ষার খাতাসহ আসবাবপত্র বিক্রি করার অভিযোগ আছে।
তিনি স্কুলের ক্লাস চলাকালীন সময়ে দায়িত্ব পালন না করে বিবাহের ঘটকালী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতী করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করে বিভিন্ন সময়ে জনগণের কাছে থেকে মোটা অংকের অর্থ হাতিয়েছেন।
প্রধান শিক্ষকের এহেন কর্মকান্ডে কামালপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, সম্পাদক আবু সাঈদ এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের আসবাবপত্র প্রধান শিক্ষকের বিক্রয় করার একতিয়ার আছে।
কোন পারমিশন লাগে না। তার এমন অপকর্মের ফলে এলাকাবাসী অতিষ্ঠ তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।