Tuesday, October 14, 2025

কালীগঞ্জে বিএনপির অফিস পোড়ানোর ঘটনায় ৯৪ জনের নামে মামলা 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।উক্ত মামলায় অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

২৩ আগস্ট শুক্রবার থানাপাড়া নিবাসী শাজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।কালীগঞ্জ থানায় উক্ত মামলার নং হলো- ০৮।

আর মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তবে আজ থেকে আসামি গ্রেফতারে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালাবে বলেও তিনি জানান। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির নিমতলা রোডস্থ দলীয় কার্যালয় ভাঙচুর, বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে।

এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। আর সব মিলিয়ে এ হামলা এবং অগ্নি সংযোগে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী,সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ,

ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু,মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর,আলী হোসেন অপু, নাছির উদ্দীন চৌধুরী , আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু পৌর কাউন্সিলর মনিরুজ্জামান রিঙ্কু, ফিরোজ আহমেদ সেন্টু, রুবেল হোসেন, ইউপি সদস্য আনোয়ার ও কামালসহ ৯৪ জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...