Wednesday, November 5, 2025

এমপি আনারের হাড় উদ্ধার

Date:

Share post:

ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গে নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বেশকিছু হাড় খালের নোংরা পানিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে। আসামি সিয়াম হোসেনের দাবি, এসব হাড় মৃত সংসদ সদস্য আনারের।

রোববার (৯ জুন) সকালেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালায়। সঙ্গে ছিল, ভারতীয় নৌসেনা এবং কোস্টাল বাহিনী, কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা টিম।

যৌথ উদ্যোগে সিয়ামের দেখানো জায়গায় তল্লাশি চালায় তারা। তাতে উদ্ধার হয়েছে বেশকিছু মানুষের হাড়। সিয়ামের দাবি এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়। হাড়ের পরিচয় জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।

এর আগে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছিল, এমপি আনারের হত্যায় মাংসের অংশ সরিয়ে ফেলার দায়িত্ব তার উপর ছিল। হাড় সরিয়ে ফেলার দায়িত্ব ছিল সিয়ামের উপর। ফলে সিয়ামকে হাতে পেতে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা নেপালে জোর তল্লাশি চালায়।

এরপর শুক্রবার( ৮ জুন) পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, গ্রেপ্তার করা হয়েছে সিয়াম হোসেনকে। শনিবার তাকে তোলা হয় বারাসাত কোর্টে। বিচারকের নির্দেশে, ১৪ দিন পুলিশের রিমান্ড পায় সিআইডি। তারপরই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৮ জুন) সিয়ামকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে স্পেশাল কোর্টে তোলা হলে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) সঙ্গীতা লেট ১৪ দিনের পুলিশি রিমান্ডের রায় দিয়েছেন। অর্থাৎ আগামী ২২ জুন সিয়ামকে আবার বারাসাত আদালতে তোলা হবে।

আদালতের সরকারি সহকারী আইনজীবী (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার) মন্দাক্রান্তা মুখোপাধ্যায় বলেছেন, এমপি আনারের দেহাংশ উদ্ধার এবং হত্যা করতে যেই অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেসব উদ্ধারের জন্যই সিয়ামকে পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৬৪, ৩০২, ২০১, ৩৪ ধারায় মামলা দেওয়া হয়েছে পাশাপাশি ১২০ বি ধারাও দেওয়া হবে।

এরমধ্যে ৩৬৪- হত্যার উদ্দেশ্যে অপহরণ, ৩০২- অপরাধমূলক নরহত্যা, ২০১- তথ্য লোপাট অর্থাৎ অস্ত্র ও মরদেহ পরিকল্পনা করে সরিয়ে ফেলা, ৩৪ – একত্রে ষড়যন্ত্র। এবং ১২০বি- অপরাধমূলক ষড়যন্ত্র (একাধিক ব্যক্তির সমন্বয়ে) অর্থাৎ এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারেন।

এম,এম,হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...